ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গফরগাঁওয়ে আ.লীগের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
গফরগাঁওয়ে আ.লীগের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ  ময়মনসিংহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদকে গ্রেফতার ও দলীয় ৩ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

শনিবার (২৬ আগষ্ট) দুপুরে গফরগাঁও পৌর শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  

স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ নেতা বারবাড়িয়া ইউপির চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য স্থানীয় এমপির একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল প্রমুখ।

 

এর আগে শুক্রবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের বড়ইতলা বাজারে আওয়ামী লীগ দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন নাজিম উদ্দিন (৬৫) নামের একজন। আহত হয় অন্তত ২৫ জন।  

এ ঘটনায় চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদকে ওইদিন দুপুরে গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগষ্ট ২৬, ২০১৭ 
এমএএএম/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।