ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চোরাবালিতে আটকা বিএনপির রাজনীতি: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
চোরাবালিতে আটকা বিএনপির রাজনীতি: কাদের চোরাবালিতে আটকা বিএনপির রাজনীতি

কুমিল্লা: হতাশাগ্রস্ত বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার হাইওয়ে ইন রেস্টুরেন্টে চট্টগ্রাম বিভাগের সড়ক ও জনপদের সব নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি এখন সংসদে নেই।

তারা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি। তারা মাঠে নেই। বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে গত সাড়ে ৮ বছরে একটা আন্দোলনও করতে পারেনি। তাদের আপ  টু বটম নেতাকর্মীরা এখন হতাশ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।