ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধান বিচারপতি দুদক আইনে অপরাধী: ড. হাছান 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
প্রধান বিচারপতি দুদক আইনে অপরাধী: ড. হাছান  ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) অপরাধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (২৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

ড. হাছান বলেন, প্রধান বিচারপতি চিঠি দিয়ে দুদকে অভিযুক্ত বিচারপতি জয়নুল আবেদীনের তদন্ত কাজে বাধাগ্রস্ত করেছেন।

আর এই প্রধান বিচারপতি এখন দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন।  দূর্নীতিবাজ এক বিচারককে বাঁচানোর জন্য তিনি দুদকে চিঠি দিয়েছেন। দূর্নীতি যে করে এবং যে প্রশ্রয় দেয় উভয়ে সমান অপরাধী। দুদকের ৫নং ধারা অনুযায়ী তিনিও সেই অপরাধ করেছেন। ’

তিনি বলেন, ‘অসম্প্রদায়িক চেতনায় বিশ্বসী আওয়ামী লীগ সরকার, এমনটা প্রমাণ করতে অপেক্ষাকৃত কম যোগ্যতা থাকা সত্ত্বেও এস কে সিনহাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ’
 
 এ সময় বিএনপি প্রধান বিচারপতির ঘাড়ে বসে রাজনীতি করছে বলেও মন্তব্য করেন সাবেক বনমন্ত্রী।

প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, সম্প্রতি ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে তিনি অপ্রাসঙ্গিক, আপত্তিকর ও মুক্তিযুদ্ধ, নারী সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু সম্পর্কে অবমাননাকর কথা বলেছেন। এ অবস্থায় অবিলম্বে তিনি পদত্যাগ করে দায়িত্ব থেকে সরে যাবেন- এটাই জাতির প্রত্যাশা।  

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক এ কে এম ফজলুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।