ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আ.লীগের ঘুম হারাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আ.লীগের ঘুম হারাম আলোচনা সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন- ছবি: কাশেম হারুন

ঢাকা: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, সুপ্রিমকোর্টের এ রায়ের পর তদের দলের সাধারণ সম্পাদকসহ এমপি, মন্ত্রীরা ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই রায়কে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রধান বিচারপতিকে নিয়ে মানববন্ধন, লাঠি মিছিল শুরু করেছেন। কিন্তু যে কোনো রায়ের বিরুদ্ধে কথা বলা আদালত অবমাননার সামিল।

রোববার (২৭ আগস্ট)  জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘আন্তর্জাতিক অঙ্গণে বাংলা সাহিত্য ও সংগীতে নজরুলের অবদান’ শীর্ষক এ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  
 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আযোজন করে জাতীয় স্মরণ মঞ্চ।

খন্দকার মোশাররফ বলেন, সরকার দেশের মূল তিনটি স্তম্ভ আইন, নির্বাহী ও বিচার বিভাগকে ধ্বংস করার চেষ্টা করছে। ইতেমধ্যে আইন ও নির্বাহী বিভাগকে পুরোপুরি নিয়ন্ত্রনে নিয়েছে। এখন বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টায় উঠে পরে লেগেছে।

তিনি বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব  হয়, তাহলে তাদের অলিখিতভাবে বাকশাল গঠনের স্বপ্ন সফল হবে। কিন্তু বাংলাদেশের মাটিতে তাদের এই স্বপ্ন কখনো সফল হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, আজকে আওয়ামী লীগ এই রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতিকে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে আঘাত করে কথা বলছে যা পৃথিবীর কোনো দেশেই হয় না। এটা আদালত অবমননার সামিল। যেখানে এ রায়কে মেনে নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত সেখানে সরকার প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছে। প্রধান বিচারপতির পদত্যাগ হলে এ দেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে

আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- ডিইউজের সভাপতি ও নজরুল গবেষক অধ্যাপক কবি আবদুল হাই শিকদার, সাবেক ছাত্রনেতা, ঢাবি’র শিক্ষক অধ্যাপক ড. মামুন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা ও রাজনীতিক ইসমাইল হোসেন বেঙ্গল, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এমসি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।