ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধান বিচারপতির ঘাড়ে বসে রাজনীতি করতে চাচ্ছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
প্রধান বিচারপতির ঘাড়ে বসে রাজনীতি করতে চাচ্ছে বিএনপি মানববন্ধনে বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ/ছবি: বাদল-বাংলানিউজ

ঢাকা: প্রধান বিচারপতির ঘাড়ে বসে বিএনপি রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, বিএনপি রাজনীতিতে নেই। তাদের রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি।

এখন প্রধান বিচারপতিকে নিয়ে লাফালাফি করছে। নিজেদের কোনো ইস্যু নেই। প্রধান বিচারপতিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।  

সোমবার (২৮ আগস্ট) শাহবাগে বঙ্গবুন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে 'ষোড়শ সংশোধনীর রায় সংক্রান্ত পর্যবেক্ষণে প্রধান বিচারপতির রাজনৈতিক অসত্য মনগড়া বিভ্রান্তিমূলক মন্তব্যে’র প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।  

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এ মানববন্ধনের আয়োজন করে।  

'জনতার আদালতে প্রধান বিচারপতির বিচার হবে' জানিয়ে হাছান মাহমুদ বলেন, সবচেয়ে বড় আদালত হচ্ছে জনতার আদালত, জনতার আদালতে প্রধান বিচারপতির বিচার হবে। জনতার আদালত তৈরি হচ্ছে।  

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রধান বিচারপতির বিরুদ্ধে রিপোর্ট বের হচ্ছে। তিনি আয়-ব্যয়ের হিসাব দেননি। ছয়তলা বাড়ির নামে নয়তলা করেছেন। ভাইয়ের নামে নেওয়া প্লট নিজের নামে করেছেন। এসব গর্হিত কাজ তিনি করেছেন। যা হাইকোর্টের সব বিচারপতির জন্য লজ্জার।

প্রধান বিচারপতি দুদক আইনে অপরাধী উল্লেখ করে তিনি বলেন, বিচারপতি জয়নাল আবেদীনের পক্ষ নিয়ে দুদকে চিঠি দিয়ে তিনি দুদক আইনে অপরাধ করেছেন। অপরাধীকে বাঁচানোর চেষ্টা করেছেন।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. এম ইকবাল আর্সলানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএসএমএমইউ'র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল, অধ্যাপক ডা. সোহরাব আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এমসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।