ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

২৪ আগস্ট জেলা ও থানায়, ২৫ আগস্ট বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি যুবদলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
২৪ আগস্ট জেলা ও থানায়, ২৫ আগস্ট বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি যুবদলের

ঢাকা: প্যারোলে আরাফাত রহমান কোকোর মুক্তি বাতিলের প্রতিবাদে আগামী ২৪ আগস্ট মঙ্গলবার দেশের সকল জেলা ও থানায় এবং ২৫ আগস্ট বুধবার বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে যুবদল।

রোববার যুবদলের বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ কর্মসুচি ঘোষণা দেন।



এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের প্যারেলে মুক্তির আদেশ বাতিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ চলাকালে পুলিশ লাঠিচার্জ করে এবং ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে।

আটককৃতরা হলেন যুব দল কর্মী মতিউর ও রাজ্জাক।

মিছিল করার পূর্বানুমতি না থাকায় লাঠিচার্জ করা হয়েছে বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান একজন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।

কোকোর প্যারোলে মুক্তির  বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে রোববার সকাল সাড়ে ১১টায় ছাত্রদলের পুর্ব ঘোষিত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

যুবদল সভাপতি সৈয়দ মেয়াজ্জ্মে হোসেন আলাল ও ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলটি এ সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে থেকে কাকরাইল যাচ্ছিল।

বাংলাদেশ সময় ১২৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।