ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতার মায়ের মৃত্যুতে ফখরুলের শোক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
বিএনপি নেতার মায়ের মৃত্যুতে ফখরুলের শোক 

ঢাকা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক এ জেড এম রেজওয়ানুল হকের মাতা হামিদা খানমের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।  

এর আগে বেলা পৌনে ২টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।  

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুমা হামিদা খানম একজন ধর্মপ্রাণ নারী হিসেবে এলাকাবাসীর নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি তিনি যেন মরহুমা হামিদা খানমকে জান্নাত নসীব করেন।  

তিনি মরহুমা বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।