ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির গুম-খুন-সন্ত্রাসের রেকর্ড কেউ ভাঙতে পারবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
বিএনপির গুম-খুন-সন্ত্রাসের রেকর্ড কেউ ভাঙতে পারবে না বিএনপির গুম-খুন-সন্ত্রাসের রেকর্ড কেউ ভাঙতে পারবেনা

ফেনী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াতের গুম, খুন ও সন্ত্রাসের রেকর্ড কেউই ভাঙতে পারবেনা।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় সড়ক পরিদর্শন করতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সময়ে দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রা অন্য সব বারের চাইতে স্বস্তিদায়ক হয়েছে।

রাস্তার জন্য কোথাও যানজটের তৈরি হয়নি।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সরকারের সব পর্যায়ের সমন্বিত প্রয়াসের কারণেই এ নির্বিঘ্ন যাত্রা সম্ভব হয়েছে বলে মনে করেন মন্ত্রী।  

সম্প্রতি চলন্ত বাসে ধর্ষণের পর রূপা নামে এক তরুণীকে হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। পরিবহনে যাতে এ ধরনের খারাপ লোক কাজ করতে না পারে এজন্য মালিক পক্ষকে নির্দেশ দেয়া হবে।

মন্ত্রী বলেন, যে মেয়েটি আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতো, দেশের মানুষকে সেবা করার স্বপ্ন দেখতো, সে মেয়েটি আইনের আশ্রয় নেয়ার আগেই নির্মমভাবে মরতে হলো। জাতি হিসেবে এমন ঘটনা আমাদের জন্য হতাশা জনক।

মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় এ সময় মন্ত্রী গণমাধ্যম কর্মীদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান এবং দেশের সব জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করেন।
  
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা নজরুল ইসলাম স্বপন মিয়াজী।  
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭ 
এসএইচডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।