ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা দুঃখজনক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা দুঃখজনক

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে দুঃখজনক হলেও বলতে হয়, আজ আন্তর্জাতিক সম্প্রদায়- যারা সব সময় মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারা তাদের দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে।

এই সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা গোটা বিশ্বকে হতাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
 
শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে রোহিঙ্গা বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

খালেদা জিয়া এসে নির্বাচনের রূপরেখা দেবেন- খালেদা জিয়ার উপদেষ্টা আইনজীবী মাহবুবুর রহমানের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, যে কোনো ব্যক্তির সাধারণ চিন্তা-ভাবনা করার সুযোগ আছে, চিন্তা-ভাবনা করতে কোনো দোষ নেই। তবে সরকার বার বারই বলে এসেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধানে যে গাইডলাইন দেয়া আছে, সে মোতাবেক হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং সে সময় এ সরকার সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে।  

আওয়ামী লীগ একটি উচ্চমার্গীয় মিথ্যার ফ্যাক্টরি-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির অনেক নেতা আশার জাল বুনছেন। অনেক সময় তাদের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য কাল্পনিক কথাবার্তা বলে থাকেন। এটা তেমনই কাল্পনিক কথা ছাড়া কিছু না।  

এ সময় জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম এবং আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।