ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সবাইকে অবতীর্ণ হয়ে গণতন্ত্র উদ্ধার করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
সবাইকে অবতীর্ণ হয়ে গণতন্ত্র উদ্ধার করতে হবে বক্তব্য রাখছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়ানোর সময় এসেছে। মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সব ভয়ভীতি, জেল জুলুম উপেক্ষা করে গণতন্ত্রের সংগ্রামে যোগ দিতে হবে। আমাদের সবাইকে অবতীর্ণ হয়ে গণতন্ত্র উদ্ধার করতে হবে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন তাদের দিন ফুরিয়ে এসেছে।

আজ মানুষ জেগে উঠছে এবং মানুষ তাদের পরাজিত করবে।

এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নুর, ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।