ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আলমডাঙ্গায় আ’ লীগের দু’পক্ষের সংঘর্ষ, গুলি-বোমায় আহত ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
আলমডাঙ্গায় আ’ লীগের দু’পক্ষের সংঘর্ষ, গুলি-বোমায় আহত ২৩ আলমডাঙ্গায় আ’ লীগের দু’পক্ষের সংঘর্ষ, গুলি-বোমায় আহত ২৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় পাল্টাপাল্টি গুলি ও বোমায় আহত হয়েছেন উভয়পক্ষের ২৩ জন। 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদের জয়নাল আবেদীন নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, হাপানিয়া গ্রামে সকালে ঈদুল আজহার নামাজ শেষে বক্তব্য দেয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা এমদাদ (স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য) ও মহিবুল ইসলাম মন্টুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ ধারালো অস্ত্র, গুলি, বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে চার রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের ২৩ জন আহত হন।

আহতদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। এ সময় তিনি দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।  

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। ফের অপ্রীতিকর পরিস্থিতি রোধে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।