ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

উগ্র-রাজনীতি পরিহার করে দেশপ্রেমের রাজনীতি করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
উগ্র-রাজনীতি পরিহার করে দেশপ্রেমের রাজনীতি করতে হবে ঈদের জামাত শেষে ওবায়দুল কাদের-ছবি-বাংলানিউজ

নোয়াখালী: দেশকে জঙ্গিবাদ, উগ্রতা, মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত করতে ত্যাগের রাজনীতি করতে হবে। উগ্র রাজনীতি পরিহার করে দেশপ্রেমের রাজনীতি করতে হবে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার পেশকার হাট ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, কোরবানি ঈদের এই পবিত্র মুহূর্তে পশু কোরবানির সঙ্গে সঙ্গে কুপ্রবৃত্তিও কোরবানি করতে হবে।

তাহলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

নামাজ শেষে মন্ত্রী বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে পশু কোরবানি দেন।
পরে নিজ বাড়িতেই জেলা, উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

দুপুরে মন্ত্রী কোম্পানীগঞ্জের সাবেক সংসদ সদস্য মরহুম আবু নাছের চৌধুরী, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি মরহুম আলী ইমাম চৌধুরী,  সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি মরহুম কাজী আমিরুল ইসলাম, মরহুম মৌলভী আমিন উল্যাহ এমএলএ, আওয়ামী লীগ নেতা মরহুম কামাল পাশা চৌধুরী, মরহুম ডা. বেলায়েত হোসেন, মরহুম ডা. ইলিয়াছ সহ আওয়ামী লীগ নেতাদের কবরে ফাতেহা পাঠ করেন এবং কবর জিয়ারত করেন।

তিনি নিজ এলাকার প্রবীন ও অসুস্থ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।