ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

“খালেদা জিয়ার রাজনীতির লাইসেন্স বাতিল করা উচিত”

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
“খালেদা জিয়ার রাজনীতির লাইসেন্স বাতিল করা উচিত” হাসানুল হক ইনু

কুষ্টিয়া: “খালেদা জিয়ার রাজনীতির লাইসেন্স বাতিল করা উচিত” বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, “যারা রাজাকার ও খুনিদের বর্জন করতে পারবে না, তাদের রাজনীতির লাইসেন্স বাতিল করা উচিত। পাশে রাজাকার, ২১ আগস্টের খুনি ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের সঠিক পথ খোঁজা যায় না।

খালেদা জিয়া রাজাকার ও খুনিদের সঙ্গে নিয়ে রাজনীতি করেন। তাই তার রাজনীতির লাইসেন্স বাতিল করা প্রয়োজন।  

রোববার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ভালো আর মন্দের পার্থক্য করা হচ্ছে না। খুনিরাও রাজনীতিতে প্রবেশ করছে। মহান সংসদে বিভিন্ন সময়ে গণতন্ত্র নিয়ে কথা হয়, তবে ১৯৭১ এবং ’৭৫ এর খুনি ও রাজাকারদের নিয়ে কোনো কথা হয় না। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখজনক।  

খালেদা জিয়ার মাফ চাওয়ার কোনো জায়গা নেই। তিনি বিচারের সম্মুখীন হবেন। তার মুখে নির্বাচনের কোনো ফতোয়া আমরা শুনতে চাই না। তিনি রাজাকার ও খুনিদের বর্জন করবেন কি না সেটা জানতে চাই, যোগ করেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রসাশক মোস্তাক আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা জায়েদুর রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, লেখক ও গবেষক ড. আমানুর আমান, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।