ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগ নিজেদের ব্যর্থতাকে ঢাকতে বৃথা আস্ফালন করছে  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
আ’লীগ নিজেদের ব্যর্থতাকে ঢাকতে বৃথা আস্ফালন করছে  

ঢাকা: আওয়ামী লীগ নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে বৃথা আস্ফালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিযর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, আওয়ামী লীগ চেষ্টা করলেও ভুক্তভোগী জনগণ সব কিছুই নথিভুক্ত রেখেছে।

জনগণের সংগ্রামী ঐক্য দুঃশাসনকে মোকাবিলা করতে এগিয়ে আসছে।  

রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে চালের দাম ১৬ টাকা থেকে বাড়তে বাড়তে ৫০ টাকা হয়েছে। গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। নিত্যপণ্যসহ সব পণ্যের দাম বেড়েছে।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যেসব পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তাতে সরকারের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী নেতারা ও সাবেক দুইজন বিচারপতি বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের ভাবম‍ূর্তি ক্ষুণ্ন করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।