ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কাজীর হাট থানা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
কাজীর হাট থানা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ব‌রিশাল: মে‌হে‌ন্দিগ‌ঞ্জ উপজেলার কাজীর হাট থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

রোববার (২৪ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এ কমিটির অনুমোদন দেন।  

নবগঠিত কমিটিতে আব্দুল জব্বার খানকে সভাপতি ও মো. জিল্লুর রহমান মিয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

৭১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ১ নম্বর সদস্য করা হয়েছে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মঈদুল ইসলামকে।  

এছাড়া ৯ জনকে সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনজনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার।

বাংলা‌দেশ সময়: ২১২৫ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৪, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।