ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আগাম জামিন পেয়েছেন মীর কাশেম আলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

ঢাকা: আয়কর ফাঁকির মামলায় আগাম জামিন রোববার পেয়েছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলী।

বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার এবং বিচারপতি মো. ফজলুর রহমানের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই জামিনাদেশ দেন।

একই সঙ্গে তাকে কেনো স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে সরকারের প্রতি চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
 
মীর কাশিম আলীর বিরুদ্ধে গত ১৮ আগস্ট উপ-কর কমিশনার মো. মনিরুজ্জামান আট লাখ ৯০ হাজার একশ’ ৭৪ টাকা কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র জজ মো. ইসমাইল হোসেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়ে মীর কাশিম আলী রোববার স্বশরীরে উচ্চ আদালতে হাজির হলে আদালত তাকে ছয় মাসের আগাম জামিন দেন।

বাংলাদেশ সময় ১৮১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।