ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াবাসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
গোপালপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াবাসহ আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদকে ইয়াবা ও হেরোইনসহ আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে জানান, আজাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ ছিল।

মঙ্গলবার দুপুরে নন্দনপুর এলাকায় মাদক বিক্রি করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়া যায়।  

তিনি আরো জানান, এ ব্যাপারে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জামিল খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।  

এরপর আটক আজাদকে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।