ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

অসুস্থ এরশাদ ভর্তি রংপুর সিএমএইচে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
অসুস্থ এরশাদ ভর্তি রংপুর সিএমএইচে হুসেইন মুহাম্মদ এরশাদ

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর সফররত এরশাদ সন্ধ্যায় সাহেবগঞ্জ এলাকায় একটি পথসভায় অংশ নেন।

সেখানে অসুস্থতা অনুভব করলে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে নেওয়া হয় তাকে।

এ খবর নিশ্চিত করেছেন রংপুরের এক নেতা। তবে ঠিক কী সমস্যায় এরশাদ হাসপাতালে ভর্তি হয়েছেন জানাতে পারেননি।

ওই নেতা জানিয়েছেন, একটু অসুস্থতা অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সমস্যা জটিল নয় বলে চিকিৎসকরা বলছেন।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।