ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে জেলা জামায়াতের আমির কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
নড়াইলে জেলা জামায়াতের আমির কারাগারে 

নড়াইল: পুলিশের ওপর হামলার মামলায় নড়াইল জেলা জামায়াতের আমির আশেক এলাহী ও জেলা ইউনিট সদস্য মাস্টার নবীর হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদের আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনালে পুলিশের অনুমতি না নিয়ে মিছিল বের করে জামায়াত।

পুলিশ তাতে বাধা দিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। দীর্ঘদিন ধরে মামলার এ দুই আসামি পলাতক ছিলেন।  

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।