ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কেউ শেখ হাসিনার অনিষ্ট করতে পারবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
কেউ শেখ হাসিনার অনিষ্ট করতে পারবে না

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালবাসে। তার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের দোয়া রয়েছে। তাই কেউ শেখ হাসিনার অনিষ্ট করতে পারবে না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সাংবাদিদের এক প্রশ্নে জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের খবর ভিত্তিহীন।

এর কোনো সত্যতা নেই।

জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, মন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট রাশেদুল কাওছার জীবন প্রমুখ।  

পরে, আইনমন্ত্রী আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে ৩৪৫টি ভাতার কার্ড বিতরণ করেন। সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত এ কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউত্রনও) মোহাম্মদ শামছুজ্জামান।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।