ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

তুর্কি ফার্স্ট লেডি চলে এলেন, লন্ডন থেকে খালেদা এলেন না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
তুর্কি ফার্স্ট লেডি চলে এলেন, লন্ডন থেকে খালেদা এলেন না আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ, পাশে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: মিয়ানমার সেনাবাহিনীর বর্বরোচিত অভিযানে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে না আসায় লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, তুরস্ক থেকে সেদেশের ফার্স্ট লেডি চলে এলেন। অথচ খালেদা জিয়া লন্ডন থেকে আসতে পারলেন না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। ‘মানবতার কবি শেখ হাসিনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ।

ড. হাছান মাহমুদ বলেন, নিপীড়িত, নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের নেতারা বাংলাদেশে ছুটে এলেন। এমনক তুরস্কের ফার্স্ট লেডি পর্যন্ত রোহিঙ্গাদের দেখতে চলে এলেন। লন্ডন থেকে ব্রিটেনের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ছুটে এলেন, কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে আসতে পারলেন না। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

রাজনীতি করতে হলে পরিবারের চেয়ে নিপীড়িত মানুষকে বেশি গুরুত্ব দিতে হয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা বলছেন তাদের নেত্রী নাকি অসুস্থ। কিন্তু তার কী হয়েছে, কোন ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন, কোন হাসপাতালে ভর্তি হয়েছেন,  সে ব্যাপারে বিএনপি নেতারা কিছু বলছেন না। আসলে তিনি পরিবারের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন।

আলোচনা সভায় ড. হাছান মাহমুদসহ অতিথিরা।  ছবি: জিএম মুজিবুরখালেদা জিয়াকে ‘মাদার অব টেরর’ ও ‘মাদার অব হরর’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যা বাংলাদেশের কোনো মিডিয়া দেয়নি। দিয়েছে বিদেশি মিডিয়া। নিপীড়িত মানুষের সেবা দিয়ে তিনি এই আখ্যা পেয়েছেন। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন নিরীহ মানুষের ওপর পেট্রোল বোমা মেরে ‘মাদার অব টেরর’ ও ‘মাদার অব হরর’ আখ্যা পেয়েছেন।

রোহিঙ্গা নির্যাতন নিয়ে কথা বলার আগে বিএনপি নেতাদের জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ড. হাছান মাহমুদ ।

তিনি বলেন, আজ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে, তার থেকে ২০১৩, ২০১৪, ২০১৫ সালে বাংলাদেশে জামায়াত-বিএনপির চালানো সন্ত্রাস কোনো অংশে কম নয়। সুতরাং রোহিঙ্গা নির্যাতন নিয়ে কথা বলার অাগে বিএনপি নেতাদের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, প্রফেসর ড. মোহাম্মদ সাঈদুর রহমান, হাসিবুর রহমান মানিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।