ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ভৈরবে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
ভৈরবে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মানিক ভূঁইয়া (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর পর্যটন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। মানিক ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের লালু ভূঁইয়ার ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানায়, রাতে মেন্দিপুর পর্যটন এলাকায় মানিককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। পরে খবর পেয়ে মানিকের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, রোবাবার (০১ অক্টোবর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।