ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ইসি সংলাপে সেনাবাহিনী মোতায়েনসহ ৮ দফা জাপার

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
ইসি সংলাপে সেনাবাহিনী মোতায়েনসহ ৮ দফা জাপার

ঢাকা: নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, সীমানা অপরিবর্তিত রাখাসহ আট দফা প্রস্তাবনা নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)। হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে পঁচিশ সদস্যের প্রতিনিধিদল যোগ দেবে নির্বাচন কমিশনের সংলাপে।

রোববার (৮ অক্টোবর) জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  
 
জাপা মহাসচিব জানান, মোট আট দফা প্রস্তাবনা থাকছে।

ভোটের অনুপাতে সংসদ সদস্য, প্রার্থীদের ব্যয়সীমা ২০ লাখ টাকা নির্ধারণ, নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা নির্বাচন পরিচালনা, ভোটের সময় কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তাকে সঙ্গে সঙ্গে প্রত্যাহার করার দাবি জানানো হবে।
 
ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন এরশাদের সংলাপে যোগদান নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। তারা বলেছেন, এরশাদ অনেক অসুস্থ। শরীর ভালো না হলে সংলাপে নাও যেতে পারেন।
 
তবে প্রেসিডিয়াম সদস্য, হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এরশাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, স্যার (এরশাদ) বেশি অসুস্থ নন, সিএমএইচ’এ বিশ্রামে আছেন। কালকের সংলাপে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।