ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে ছিনতাই মামলায় ইউনিয়ন আ’লীগ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
চাঁদপুরে ছিনতাই মামলায় ইউনিয়ন আ’লীগ সম্পাদক গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় ১৬ লাখ টাকা মূল্যমানের ডলার, সৌদি রিয়াল ও নগদ টাকা ছিনতাই করার অভিযোগে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) ভোর রাতে ওই ইউনিয়নের রামপুর এলাকার পাটোয়ারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২৫ সেপ্টেম্বর সকাল সোয়া ৬টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে হাজীগঞ্জ পৌরসভার মুকিবাদ এলাকার মাহমুদ হাছান নামে এক ব্যক্তির গতিরোধ করে অভিযুক্ত কাঞ্চন ও তার সহযোগীরা।

এ সময় তারা হাছানকে বেদম মারধর  করে তার সঙ্গে থাকা ১৬ লাখ টাকা মূল্যমানের ডলার, রিয়াল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

মাহমুদুল হাসান কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর গত ৬ অক্টোবর চাঁদপুর মডেল থানায় কাঞ্চন পাটোয়ারীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। (চাঁদপুর মডেল থানায় মামলা নং-১০)

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাংলানিউজকে বলেন, অভিযোগের আলোকে কাঞ্চন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের সুবিধার্থে বাকী সহযোগীদের নাম আপাতত বলা যাচ্ছে না। দুপুরে কাঞ্চন পাটওয়ারীকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।