ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

ঢাকা: যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।



সকালে যুবদল আয়োজিত একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিলের প্রতিবাদে যুবদল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল বের করে।

পূর্ব অনুমতি না থাকায় এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে যুবদল নেতাকর্মীরাও তাদের ওপর চড়াও হন। এক পর্যায়ে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের অভিযোগে তাদের ওপর মামলা করা হয়েছে। এরইমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্যদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad