ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

মকবুল-ডা. শফিকুরসহ জামায়াতের ৯ শীর্ষনেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
মকবুল-ডা. শফিকুরসহ জামায়াতের ৯ শীর্ষনেতা আটক

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও  সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয়জন নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০৯ অক্টোবর) রাতে উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, ডা. শফিকুরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক, মহানগর আমির মো. শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম।

ডিএমপি'র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম বাংলানিউজকে জানান, নাশকতার পরিকল্পনা করতে উত্তরার ওই বাসায় গোপন বৈঠক করছিলেন তারা।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসজেএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।