ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

উন্নয়ন বেগবান করতে আ’লীগকে ফের ক্ষমতায় আনতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
উন্নয়ন বেগবান করতে আ’লীগকে ফের ক্ষমতায় আনতে হবে লালমাই কলেজ মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভায় মুস্তফা কামাল

কুমিল্লা: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,বর্তমান সরকার জনগণ বান্ধব সরকার। জনগণের যেকোন সমস্যায় সরকার সচেতন। আমাদের শুধু উন্নয়নের জোয়ারে সরকারকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, জনগণকেই উন্নয়নের প্রবাহ ধরে রাখতে হবে। আমাদের আরেকবার সুযোগ দিতে হবে।

উন্নয়নের এ ধারাকে আরও বেশি বেগবান এবং শিখরে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগকে আবার নির্বাচিত করে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় সদর দক্ষিণের লালমাই কলেজ মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভায় এসব কথা বলেন মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা। তিনি নিজেই জনগণের যেকোন বিষয় নিয়ে অতিশয় সোচ্চার। শুধু দেশেই নয় সারা বিশ্বে আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বের আলো জ্বলজ্বল করছে। সারা বিশ্ব আমাদের নেত্রীর গুণকীর্তন করছে। বিশ্বের বিভিন্ন মিডিয়াতে আমাদের প্রধানমন্ত্রীর সুনাম ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যায় প্রধানমন্ত্রীর মানবিক বিবেচনার প্রশংসা করে আন্তর্জাতিক বিশ্ব তাকে মাদার অফ হিউমিনিটি আখ্যা দিয়েছে।

অনুষ্ঠানে লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, যুবলীগ সভাপতি ও ছাত্রলীগ সভাপতিসহ স্থানীয় নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।