ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

জঙ্গি দমন শান্তি দেবে, সমাজতন্ত্র ক্ষুধা মেটাবে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জঙ্গি দমন শান্তি দেবে, সমাজতন্ত্র ক্ষুধা মেটাবে 

ঢাকা: জঙ্গি ও রাজাকারদের দমনে দেশে শান্তি আসবে। আর সমাজতন্ত্র সবার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ কার্যালয়ে ‘রুশ বিপ্লবের শতবর্ষ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন।

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী বলেন, বিশ্বে মানবাধিকার ও জনকল্যাণমূলক কাজের স্বীকৃতির প্রতিষ্ঠা রুশ বিপ্লবেরই ফল।

রুশ বিপ্লব মানুষকে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির যে ধারণা দিয়েছে, পৃথিবীতে অন্য কোনো বিপ্লব বা প্রতিষ্ঠান তা দিতে পারেনি। এমনকি এর বিরোধীরাও পরে বিপ্লবের মর্মবাণীই বুকে ধারণ করেছে।

ইনু বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি রূপে সমাজতন্ত্র গ্রথিত। সংবিধানের পাতা থেকে সমাজতন্ত্রকে জীবনের পাতায় এনে মেহনতি মানুষের সম্মান আর শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের কাজ। আর একাজে শান্তি বিনষ্টকারী জঙ্গি ও দেশবিরোধী রাজাকারদের কোনো স্থান নেই।

জাসদ মহানগর আহ্বায়ক মীর হোসাইন আকতারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।