ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা-নেত্রীদের নাশকতার ১৯ মামলা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
বিএনপি নেতা-নেত্রীদের নাশকতার ১৯ মামলা স্থগিত সেলিমা রহমান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আমান উল্লাহ আমান ও হাবিব উন নবী খান সোহেল

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা ১৯টি নাশকতার মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ অক্টোবর) রুল জারিসহ এ স্থগিতাদেশ দেন বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ।

রুলে মামলাগুলো কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়েছেন আদালত।

বিভিন্ন সময়ে দায়ের করা নাশকতার মামলাগুলোর মধ্যে রয়েছে সেলিমা রহমানের বিরুদ্ধে ১২টি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে ১টি, আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ২টি ও হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে ৪টি।    

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বাংলানিউজকে জানান, আসামিপক্ষের আবেদনের শুনানি নিয়ে মামলাগুলোর কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।