ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
সিলেটে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেফতার

সিলেট: সিলেটের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

দেশব্যাপী বৃহস্পতিবার (১২ অক্টোবর) জামায়াত-শিবিরের হরতাল আহ্বানকে কেন্দ্র করে বুধবার (১১ অক্টোবর) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা ও মিডিয়া) শামসুল ইসলাম সরদার বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃতরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

বিগত দিনে বিভিন্ন ভাঙচুর ও নাশকতার মামলার আসামি তারা। গ্রেফতারদের পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান শামসুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।