ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

শাহজাদপুরে বিএনপির মিছিল থেকে আটক ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
শাহজাদপুরে বিএনপির মিছিল থেকে আটক ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় বিএনপির মিছিল থেকে ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে পৌরসভার মনিরামপুর বাজার এলাকায় বিএনপির স্থানীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়রের ছেলে সবুজ হোসেন, যুবদল নেতা হাসান, নূর ইসলাম নব শেখ, রুবেল, জহুরুল, নুরুল ইসলাম ও মনসুর।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা দলের অফিসের সামনে উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০ নেতাকর্মীকে আটক করে।

শাহজাদপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলামের দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বসেছিলেন। এমন সময় পুলিশ এসে ১০ নেতাকর্মীকে আটক করে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান নেতাকর্মীদের আটকের নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।