ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে হরতালের প্রভাব নেই, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
ফেনীতে হরতালের প্রভাব নেই, আটক ৫ হরতালের প্রভাব নেই ফেনীতে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব নেই ফেনীতে। অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে। হরতালে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) শহরের মহীপাল এলাকায় গিয়ে দেখা গেছে, সকাল থেকে নির্দিষ্ট সময়েই রাজধানী ঢাকাসহ নিজ নিজ গন্তেব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে দূর-দূরান্তের বাস।

স্বাভাবিকভাবেই চলছে শহরের সিএনজি চালিত অটোরিকশা, হিউম্যান হলার, পিক-আপসহ সব ধরনের যান।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটকৃতদের মধ্যে চারজন ছাগলনাইয়ার এবং একজন ফেনী সদর উপজেলার বাসিন্দা। হরতাল শুরুর পর দুপুর ১টা পর্যন্ত কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। দেখা যায়নি জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকে।

তবে হরতালে নাশকতা এড়াতে বুধবার বিকেল থেকে শহর ও জেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ২৫ কিলোমিটার জুড়ে সতর্ক পাহারা বসানো হয়েছে।

শহরের মহিপাল, ট্রাংক রোড, এসএসকে সড়কের পাঠানবাড়ি রাস্তার মাথা, জহিরিয়া মসজিদের সামনে, সমবায় সুপার মার্কেটের সামনে, কুমিল্লা বাসস্ট্যান্ড, সদর হাসপাতাল মোড়, সালাহউদ্দিন মোড়, সোনাগাজী বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

ফেনীর পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।