ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে আ’লীগের হরতাল বিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
লক্ষ্মীপুরে আ’লীগের হরতাল বিরোধী মিছিল লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লক্ষ্মীপুর: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে হরতাল বিরোধী মিছিল বের করা হয়।  

পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ শেষে নেতাকর্মীরা উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।  

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না ও ইসমাইল হোসেন চৌধুরী প্রমুখ।  

এদিকে, হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং কিংবা জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। সব ধরণের যানবাহন চলাচলও রয়েছে প্রতিদিনের মতো স্বাভাবিক। গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।