ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা, ওসি আহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা, ওসি আহত

ঢাকা: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলা ঠেকাতে গিয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম আহত হয়েছেন।

সাজেদা চৌধুরী ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের স্থানীয় সংসদ সদস্য।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে হামলার ঘটনা ঘটে।

চিকিৎসাধীন ওসি এ এস এম নাসিম বাংলানিউজকে বলেন,  ‘বিভিন্ন কর্মসূচি থাকায় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ঢাকা থেকে তার নগরকান্দার রসুলপুরের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে প্রতিপক্ষ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের ছোঁড়া ইট আমার বুকে এসে লাগে। পরে আমাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়’।

‘সংসদ উপনেতা নিরাপদে তার বাড়িতে গিয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে’ বলেও জানান ওসি নাসিম।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।