ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আশুলিয়া, সাভার: দীর্ঘ দেড় বছর পর আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক ময়নুল ভূইয়া এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে শামীম মণ্ডলকে সভাপতি ও সানোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, সহ-সভাপতি সুমন মনা, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংস্কৃতিক সম্পাদক সোহলে মিয়াসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে গঠন করা হয়।
 
এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক ময়নুল ভূইয়া বাংলানিউজকে জানান, দেড় বছর আগে একটি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছিল। পরে আহ্বায়ক নতুন কমিটি অনুমোদনের উদ্যোগ নেয়। এর প্রেক্ষিতে আগামী তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটিকে লিখিতভাবে অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।