ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত তিন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ তিন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে সদর উপজেলার শালুয়া ভিটা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।  

আহতরা হলেন-কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর (৪৫), একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৪০) এবং নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর (৪৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, শুক্রবার সদর উপজেলার ছোনগাছা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সভা হয়। সভা শেষে রাতে মোটরসাইকেলে করে ওই তিনজন বাড়ি যাচ্ছিলেন। পথে শালুয়া ভিটা বাজার এলাকায় এলে কয়েকজন দুর্বৃত্ত তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।