ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কাঁচপুরে ১০ মিনিট নেতাকর্মীদের ভিড়ে ছিলেন খালেদা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
কাঁচপুরে ১০ মিনিট নেতাকর্মীদের ভিড়ে ছিলেন খালেদা  খালেদাকে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে প্রায় ১০ মিনিট জ্যামে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয়ে থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশে বের হন।  

খালেদা জিয়াকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মেঘনা পর্যন্ত দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন।

দলীয় নেতাকর্মীদের ভিড়ে এখানে প্রায় ১০ মিনিট জ্যামে থাকতে হয় তাকে।  

গাড়িবহরটি নারায়ণগঞ্জে পৌছায় দুপুর ১টা ১৫ মিনিট। সেখানে ১টা ২৫ মিনিট পর্যন্ত বহরটি দাঁড়িয়ে থাকতে হয়।  

জানা যায়, সকাল ৯টা থেকেই কয়েক হাজার নেতাকর্মী রূপগঞ্জ থেকে বিএনপি দিপু ভুইয়ার নেতৃত্বে কাঁচপুর ডাম্পিং পয়েন্ট থেকে এসএস পাম্প এলাকা পর্যন্ত পুরো সড়কের দুপাশ দখল করে নেয়। দুপুর ১টা ১৫ মিনিটে যখন নেত্রীর গাড়ি এ পথে যাচ্ছিলো তখন নেতাকর্মীরা নানা স্লোগান দেন। এ সময় খালেদা জিয়া হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।