ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ ছাড়বেন খালেদা জিয়া 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ ছাড়বেন খালেদা জিয়া  কক্সবাজার যাওয়ার পথে খালেদা

খালেদার গাড়িবহর থেকে:  কক্সবাজার যাওয়ার পথে শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজে রাত কাটালেন বিএনপি চেয়াপরপাসন খালেদা জিয়া। 

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় তিনি কক্সবাজারের উদ্দেশে সার্কিট হাউজ ছেড়ে যাবেন।

এর আগে শনিবার সকালে ১০টা ৪০ মিনিটে বিএনপি প্রধান গুলশান কার্যালয় থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওয়ানা হন তিনি।

 

বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করেন খালেদা জিয়া। পরে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়ে রাত ১১টায় সার্কিট হাউজে পৌঁছান।  

সার্কিট হাউজে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের নেত্রীকে শুভেচ্ছা জানান। সার্কিট হাউজে প্রবেশের সময় সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।  

এ সময় খালেদার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী,  আবদুল্লাহ আল নোমানসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।  

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে বিএনপি প্রধানের এ যাত্রা।  

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এএম/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।