ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শৈলকুপায় মঙ্গলবার বিএনপির আধাবেলা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
শৈলকুপায় মঙ্গলবার বিএনপির আধাবেলা হরতাল শৈলকুপায় মঙ্গলবার বিএনপির আধাবেলা হরতাল

ঝিনাইদহ: অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বিএনপির কেন্দ্রীয় সদস্য ও শৈলকূপা উপজেলা সভাপতি আব্দুল ওহাবকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩১ অক্টোবর) শৈলকুপা উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।

শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শৈলকুপায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।

তিনি আরো বলেন, আব্দুল ওহাবের ব্যাপারে আমরা উচ্চ আদালতে আপিল করব।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।