ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাংনী উপজেলা চেয়ারম্যানের বরখাস্তাদেশ স্থগিত 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
গাংনী উপজেলা চেয়ারম্যানের বরখাস্তাদেশ স্থগিত 

ঢাকা: মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মুরাদ আলীর সাময়িক বরখাস্তাদেশ ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মুরাদ আলীর করা রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (০১ নভেম্বর) দুপুরে রুলসহ এ স্থগিতাদেশ দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান জানান, রুলে উপজেলা চেয়ারম্যান মুরাদ আলীর বরখাস্তাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

 

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী।  

মুরাদ আলী বাংলানিউজকে বলেন, ‘আমাকে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে, আদালতের আদেশই তার প্রমাণ’।  

০৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় ২০১৩ সালে পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মুরাদ আলীসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে গাংনী থানা পুলিশ। ওই মামলায় দাখিল করা অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়েছেন বিচারিক আদালত। এ কারণ দেখিয়ে গত ২৫ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত আদেশে মুরাদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
ইএস/এনটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।