ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি হামলার নাটক সাজিয়ে আ’লীগকে দোষারোপ করছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
বিএনপি হামলার নাটক সাজিয়ে আ’লীগকে দোষারোপ করছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: বিএনপি হামলার নাটক সাজিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার (১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আমূল পরিবর্তন করেছেন।

আজ বাংলাদেশ সবদিক দিয়ে স্বাবলম্বী হচ্ছে। বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিতে যে উন্নয়নের ধারা নিয়ে এসেছেন সেটা একটা বিষ্ময়কর ব্যাপার। আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। যারা বিচার বানচাল করার জন্য বিভিন্ন স্থানে হামলা, জ্বালাও-পোড়াও করে দেশকে ধ্বংসের পথে নিতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। ’

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘ফখরুল সাহেব আপনি অপেক্ষা করুন। আমরা ঘটনার তদন্ত করবো। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করবো। তাদের শাস্তির ব্যবস্থা করবো। আমাদের কাছে অডিও ক্লিপ চলে এসেছে। ’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক আজগার আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, জসিম উদ্দিন বিশ্বাস, পৌর মেয়র এনামুল হক মালিথা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।