ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
না.গঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ কর্মসূচি নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও রূপগঞ্জের ভুলতায় জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে ফতুল্লার মেথরখোলা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় রূপগঞ্জের ভুলতা এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।