ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কলমাকান্দায় ছাত্রদলের ২ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
কলমাকান্দায় ছাত্রদলের ২ নেতাকে কুপিয়ে জখম কলমাকান্দায় আহত এক ছাত্রদল নেতা। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রনেতারা হলেন- উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন আজাদ ও যুগ্ম-আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ।

 

কলমাকান্দা উপজেলা ছাত্রদল নেতা মো. রবিন শেখ বাংলানিউজকে বলেন, সন্ধ্যার দিকে আমরা কয়েকজন এক সঙ্গে খাদ্য গুদামের সামনে বসে গল্প করছিলাম এ সময় হঠাৎ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আজাদ ও সৌরভ গুরুতর আহত হন।  

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, হামলার ঘটনা শুনেছি, কিন্তু এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।