ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আদালতে যাচ্ছেন খালেদা জিয়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
আদালতে যাচ্ছেন খালেদা জিয়া  বকশীবাজার বিশেষ আদালতে অপেক্ষমান আইনজীবীরা-ছবি: জিএম মুজিবুর

ঢাকা:  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের উদ্দেশে  আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 

বৃহস্পতিবার (০২ নভেম্বর) ১০টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে তিনি বকশীবাজার বিশেষ আদালতের পথে রওনা হন।  

এদিকে সকাল সাড়ে নয়টায় আদালতে উপস্থিত হয়েছেন ঢাকা ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান।

  

খালেদা জিয়া আদালতে আসার পরপরই শুরু হবে এই মামলার বিচারিক কার্যক্রম।  

একই মামলায় আরো দুই আসামি আদালতে উপস্থিত হয়েছেন।  

এর আগে আরো দুই দফায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।