ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শ্যাননের সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
শ্যাননের সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (০৬ নভেম্বর) বেলা ১২টায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

এর আগে সকাল পৌনে ১১টায় গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শ্যাননের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।  

ফখরুল বলেন, মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গা  ইস্যু নিয়ে চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেছেন। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।  

দলের চেয়ারপারসন ছাড়া বৈঠকে ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।  

রোববার (০৫ নভেম্বর) দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান থমাস এ শ্যানন। সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দল ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেবেন বলে জানা গেছে।

**মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকে খালেদা 

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ০৬,২০১৭
এএম/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।