ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা ১১ নভেম্বর 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা ১১ নভেম্বর 

ঢাকা:  কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সভার কারণে  বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার তারিখ পিছিয়ে শনিবার (১১ নভেম্বর) নির্ধারণ করা হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।  
 
তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা করার কথা ছিলো।

কিন্তু কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভার কারণে  তা পেছানো হয়েছে।  

তিনি বলেন, যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হবে।  

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।  

এরইমধ্যে দিবসটি উপলক্ষে ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এএম/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।