ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বরিশালে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া 

বরিশাল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। 

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে ইনস্টিটিউট চত্বরে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

 

প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়, দুপুরে ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয় দেওয়া সবুজ ও শান্তর সমর্থকদের সঙ্গে রাফির সমর্থকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।  

ইনস্টিটিউটের শিক্ষক মো. আজিজ বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত তা এখনও সুনির্দিষ্ট করে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ( এসআই) হাবিব জানান, মারামারির ঘটনায় ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে ৯ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।