ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গোলযোগ ঠেকাতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
গোলযোগ ঠেকাতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু ...

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোলযোগ ঠেকাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম জালাম (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জালাম উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সভাপতি ও অলিপুর আমডাঙ্গা স্কুল এন্ড কলেজের অফিস সহকারী।

বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, সকালে জালামের স্কুল পড়ুয়া ভাতিজা ও তার বন্ধুদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে একটা গোলযোগ বাঁধে । এর জের ধরে বিকেল ৫টার দিকে তার ভাতিজারা আবার গোলযোগের চেষ্টা করে।  

এ সময় তিনি তার ভাতিজাদের ঠেকাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।