ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নির্বাচন পরিণত হয়েছে টাকার খেলায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
নির্বাচন পরিণত হয়েছে টাকার খেলায় বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন

বরিশাল: দুর্নীতি-দুর্বৃত্ত, সাম্প্রদায়িকতা এখন রাজনীতির প্রধান ধারায় পরিণত হয়েছে। নির্বাচন পরিণত হয়েছে টাকার খেলায়। জাতীয় সংসদ ও স্থানীয় সরকারগুলো এর থেকে মুক্ত নয়। মুক্ত নয় রাজনৈতিক দলগুলোও। এ কারণে দেশের মানুষ এখন এক স্বপ্নহীন অবস্থায় ।

মঙ্গলবার (নভেম্বর ৭) বেলা ১১ টায় নগরের রায় রোডস্থ খেয়ালী গ্রুপ থিয়েটারের আব্দুল খালেক খান মিলনায়তনে ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় মতাদর্শ প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন-এমপি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ বিকল্পের সন্ধান করছে।

একটি আদর্শনিষ্ঠ এবং জনগণের সাথে সম্পর্কিত বিপ্লবী পার্টি সেই বিপ্লবের পথ দেখাতে পারে। এর জন্য প্রয়োজন  প্রশিক্ষিত সংগঠক । যারা জনগণের কাছে গিয়ে তাদের একটি বিপ্লবী পরিবর্তনের স্বপ্ন দেখাবে। তাদের ঐক্যবদ্ধভাবে সংগঠিত করবে।

সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে  উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় মতাদর্শ প্রশিক্ষণ বিভাগের সদস্য অধ্যাপক ড. সুশান্ত দাস, পলিটব্যুরোর সদস্য নুর আহমদ বকুল, শিক্ষাবিদ ও কেন্দ্রীয় সদস্য পাভেল ইসলাম, দীপঙ্কর সাহা দিপু, প্রশিক্ষণ সহযোগী তানভীর রুসমত প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান এমপি, মাস্টার বজলুর রহমান সহ বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।