ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আ’লীগ নেতা আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
উল্লাপাড়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আ’লীগ নেতা আহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে আব্দুল বারেক নামে আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে উল্লাপাড়া বাজারের পাশে আদর্শগ্রাম মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বারেক উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সাত নম্বর ওয়ার্ড শাখার সহ সভাপতি ও এনায়েতপুর মহল্লার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী অপর আওয়ামী লীগ নেতা হোসেন মল্লিক জানান, বিকেলে উল্লাপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন বারেক। পথে আদর্শগ্রাম মসজিদের সামনে এলে রামকান্তপুর গ্রামের আমদুল হোসেনের মাদকাসক্ত ছেলে সুমন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় বারেককে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লাপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) মানিক হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনা আহতের পরিবার থানায় জানিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।